

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারে প্রধান আসামি করা হয়েছে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মো. মাহমুদুল হক রুবেলকে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, এতে শুধু রুবেলই নন- জেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মীর নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঝিনাইগাতী থানায় দায়ের করা মামলায় ২৩৪ জনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। ফলে মোট আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৪ জন।
শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে মামলাটি দায়ের করেন নিহত রেজাউল করিমের স্ত্রী মার্জিয়া।
মামলার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান জানান, গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সংঘর্ষের সময় মাওলানা রেজাউল করিম নিহত হন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।
মন্তব্য করুন

