

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশালের বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. গোলাম মাহমুদ মাহবুব মাস্টারসহ প্রভাবশালী ছয় বিএনপি নেতার নেতৃত্বে তাদের শতাধিক কর্মী সমর্থকরা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নানের আয়োজনে এক উঠান বৈঠকে আনুষ্ঠানিকভাবে তিনি ও তার অনুসারীরা জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
জামায়াতে যোগদান করা অন্যান্য নেতারা হলেন, বানারীপাড়া পৌর কৃষকদলের আহবায়ক মো. গফ্ফার হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি মো. সিদ্দিক মল্লিক, উপজেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর তালুকদার, ইলুহার বিএনপির সাবেক সভাপতি ডা. নুরুজ্জামান, , উদয়কাঠী ইউনিয়রন বিএনপির সাবেক সভাপতি কাঞ্চন তালুকদার, বিশারকান্দি ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আব্দুস সালামসহ শতাধিক নেতাকর্মী। পদত্যাগের কারণ হিসেবে মাহবুব মাস্টার বলেন, চার দশক নিষ্ঠার সঙ্গে দলের কাজ করেও আমি লাঞ্ছিত ও বঞ্চিত হয়েছি। দলে এখন টাকায় মনোনয়ন বিক্রি হয় এবং নেতাদের কাছে কর্মীরা প্রতারিত হচ্ছে। যে কারনে দলের ত্যাগী নেতারা বঞ্চিত হচ্ছেন। দলের কাছে নিগৃহিত হয়েই শুক্রবার বিকেলে উপজেলার বাইশারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর একটি উঠান বৈঠকে তিনিসহ তার শতাধিক অনুসারীরা জামায়াতে যোগদান করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. খলিলুর রহমান শাহাদত, পৌর জামায়াতের আমির মো. কাওছার হোসাইনসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দলের অভ্যন্তরীণ ষড়যন্ত্র, অবমূল্যায়ন ও বঞ্চনার অভিযোগ তুলে বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন মাহবুব মাস্টার।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দীর্ঘ ৪০ বছর ধরে হামলা, মামলা, জেল-জুলুম সহ্য করে দলের জন্য কাজ করেছেন। একজন নিবেদিতপ্রাণ কর্মী হওয়া সত্ত্বেও বর্তমানে তিনি দলীয়ভাবে অবহেলিত, লাঞ্ছিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন—যার কারণে বাধ্য হয়েই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
মন্তব্য করুন
