শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী বানাতে মানুষ মুখিয়ে আছে: সাদিক কায়েম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৩৫ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম
expand
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বলেছেন, এখন সারা বাংলাদেশের সর্বস্তরের নাগরিক ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার প্রতিনিধিদের, শাপলা কলির প্রতিনিধিদের, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধিদেরকে নির্বাচিত করতে, আগামী ১২ ফেব্রুয়ারি ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য মুখিয়ে আছে।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, আজকে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এটা জুলাই শহীদদের তাজা রক্তের বিনিময়ে। আমাদের গাজীদের পঙ্গু হওয়ার মাধ্যমে। সেই কারণে জুলাইয়ে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করব। এই জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে।

‘‘বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির আমূল পরিবর্তন হয়েছে। যারা দীর্ঘ ফ্যাসিবাদী আমলে আয়নাঘরে গুম ছিল, তারা মুক্তি পেয়েছে। বাংলাদেশের ৫টি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ক্যাম্পাসে ইনসাফের যারা প্রতিনিধি আছে তারা ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়েছে।’’

তিনি বলেন, আমরা নির্বাচিত হওয়ার চার মাসের মধ্যে প্রমাণ করেছি কীভাবে ছাত্র সমাজের জন্য কাজ করতে হয়। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সন্ত্রাস নেই, কোনো ধরনের গণরুম নেই।

‘‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ভাইয়ের রাজনীতি নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ৪ মাসে আমরা ২২৫টি কাজ করেছি। যে কাজ ১০৪ বছরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ করতে পারেনি। নির্বাচিত হওয়ার পর সবগুলো ক্যাম্পাসে এই ইনসাফের প্রতিনিধিরা তাদের কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে।’’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X