

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কুমিল্লা বিভাগ করা হবে। ক্ষমতায় না গেলেও কুমিল্লাকে বিভাগ করতে বাধ্য করা হবে। শুক্রবার (৩০ জানুয়ারি) কুমিল্লায় এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যুবকেরা বেকার ভাতা খাওয়ার জন্য লড়াই করেনি; লড়াই করেছে মাথা উঁচু করে বাঁচার জন্য।
তিনি আরও বলেন, যারা মজলুম হওয়ার পরিবর্তে জালিম হয়েছে, আগামী ১২ তারিখের নির্বাচনে জনগণ তাদের পরাজিত করবে।
মায়েদের বেইজ্জতি করা হলে জুলাই যোদ্ধাদের আবারও মাঠে নামার আহ্বান জানান তিনি। এ সময় তিনি ভোট দিতে ভয় দেখালে চোখে চোখ রেখে কথা বলার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ফেনীতে এক শহীদের বৃদ্ধ মা আমার সঙ্গে দেখা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তখন তাকে আমি সান্ত্বনা দিয়েছি। তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক শ্রেণির মানুষ অপপ্রচার চালাচ্ছে।
তাদের উদ্দেশে তিনি বলেন, এক শহীদের মা আবেগপ্রবণ হয়ে আমাকে জড়িয়ে ধরে। আমি তো তাকে ছুড়ে মারতে পারি না। শহীদের মা তো জাতির মা, আমার মা। কিন্তু এক শ্রেণির ইতর এটা নিয়ে বুলিং শুরু করেছে।
এ সময় তিনি জনতার কাছে প্রশ্ন করেন, আপনারা কি শহীদদের মাকে নিজের মা মনে করেন? তখন জনতা ‘হ্যাঁ’ বলে স্লোগান দেন।
জামায়াত আমির বলেন, শহীদ কোনো দলের নয়; তারা দেশের এবং জাতির।
মন্তব্য করুন

