

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নির্বাচন কমিশনের সম্মতিতে আটজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (২১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিনের স্বাক্ষরিত বদলি সংক্রান্ত চিঠিতে উল্লেখ করা হয়েছে, পাথরঘাটা উপজেলার ইউএনও ইশরাত জাহানকে চরফ্যাশন উপজেলায় পদায়ন করা হয়েছে। জীবননগর উপজেলার ইউএনও মো. আল-আমীনকে বদলি করে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া ভাণ্ডারিয়া উপজেলার ইউএনও রেহেনা আক্তারকে বদলি করে বগুড়ার ধুনট উপজেলায় পাঠানো হয়েছে। বাহুবল উপজেলার ইউএনও লিটন চন্দ্র দেকে বদলি করে জীবননগর উপজেলায় দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রীতিলতা বর্মনকে ধুনট উপজেলা থেকে বদলি করে দেওয়া হয়েছে বাহুবল উপজেলায়। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরাজ শারবীনকে বদলি করা হয়েছে কলমাকান্দা উপজেলায়।
মাসুদুর রহমানকে বদলি করে কলমাকান্দা উপজেলা থেকে দেওয়া হয়েছে ভাণ্ডারিয়া উপজেলায়, আর চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেনকে বদলি করা হয়েছে পাথরঘাটা উপজেলায়।
চিঠিতে বলা হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ন্যস্তকৃত কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য The Code of Criminal Procedure, 1898 এর Section-144 এর ক্ষমতা অর্পণ করা হলো।
বর্ণিত কর্মকর্তারা আগামী বৃহস্পতিবার ২২ জানুয়ারির মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় আগামী বৃহস্পতিবার ২২ জানুয়ারি অপরাহ্নে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। নির্বাচন কমিশনের সম্মতির পরিপ্রেক্ষিতে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নির্বাচনী আইন অনুযায়ী, তফসিল ঘোষণার পর ইসি সম্মতি নিয়ে কর্মকর্তাদের বদলি করতে হয়। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন

