

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যাকাত পরিকল্পিত ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দেশ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেন, জাকাত যদি নিয়ম মেনে আদায় ও যথাযথভাবে বণ্টন করা যায়, তাহলে তা দারিদ্র্য বিমোচনে বড় ভূমিকা রাখতে পারে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলের একটি কনফারেন্স কক্ষে আয়োজিত ‘জাকাত কনফারেন্স–২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা মাস্তুল ফাউন্ডেশন এই সম্মেলনের আয়োজন করে।
ধর্ম উপদেষ্টা বলেন, দেশের বিত্তবানরা যদি শরিয়াহ অনুযায়ী জাকাত আদায় করেন এবং তা সঠিকভাবে দরিদ্র জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে আগামী এক দশকের মধ্যেই দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। একই সঙ্গে বিদেশি সহায়তার ওপর নির্ভরশীলতার মানসিকতা থেকেও দেশ বেরিয়ে আসতে পারে।
তিনি আরও বলেন, দারিদ্র্য কোনো জাতির জন্যই কল্যাণকর নয়। একটি দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী হলে সেখানে স্থিতিশীলতা বজায় থাকে। কিন্তু দারিদ্র্য রাষ্ট্রকে দুর্বল করে তোলে এবং আত্মমর্যাদার সঙ্গে দাঁড়াতে বাধা সৃষ্টি করে। এ প্রেক্ষাপটে জাকাতের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন তিনি।
রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে জাকাত আদায় ও বণ্টনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ড. খালিদ হোসেন বলেন, ইসলামের প্রাথমিক যুগে দীর্ঘ সময় ধরে জাকাত রাষ্ট্রীয়ভাবে সংগ্রহ ও বিতরণ করা হতো। সুষ্ঠু জাকাত ব্যবস্থাপনার ফলে হজরত ওমর (রা.)-এর শাসনামলে মিশরসহ বিভিন্ন অঞ্চলে জাকাত গ্রহণের মতো দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যেত না।
তিনি বলেন, আমাদের দেশে শরিয়াহভিত্তিক প্রাতিষ্ঠানিক কাঠামো না থাকায় জাকাত আদায় ও বণ্টন এখনো পুরোপুরি সংগঠিত রূপ পায়নি। ফলে কেউ চাইলে জাকাত দেন, কেউ দেন না। এ অবস্থার পরিবর্তনে শরিয়তের বিধান অনুসরণ করে যাকাত আদায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মানবিক সহায়তা, জাকাত সংগ্রহ ও বণ্টনে অবদানের জন্য মাস্তুল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান ধর্ম উপদেষ্টা।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান এবং মুফতি জুবায়ের আবদুল্লাহ।
অনুষ্ঠানে আলেম-ওলামা, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।
মন্তব্য করুন

