শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসিতে ৮ম দিনের আপিল শুনানিতে ৪৫ আবেদন মঞ্জুর 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:৫০ পিএম
নির্বাচন কমিশন অফিস
expand
নির্বাচন কমিশন অফিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদিন ইসিতে শুনানির সময় হট্টগোল ও উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে একাধিক প্রার্থীর মধ্যে।

শনিবার (১৭ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল ১০টায় শুরু হয়ে এই শুনানি; চলে বিকাল পর্যন্ত। মোট ১১২ জনের আপিলের শুনানি হয়। এর মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর হয়েছে এবং নামঞ্জুর হয়েছে ৩৭টি। মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে ৯ জন প্রার্থীর। এছাড়া অপেক্ষমাণ রয়ছে ২১টি আবেদন।

নির্বাচন ভবনে প্রার্থীদের মনোনয়পত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) করা আপিল আবেদনের শুনানিতে হট্টগোল, উত্তেজনারও সৃষ্টি হয়।

এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X