শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ দলীয় জোটের অবশিষ্ট ৪৭ আসন যাচ্ছে কাদের ভাগে?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৮:০৯ পিএম
জামায়াত আমির ডা.শফিকুর রহমান
expand
জামায়াত আমির ডা.শফিকুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোট ইতোমধ্যে ২৫৩টি আসনে সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে এই সমঝোতার ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি জানান, এই সমঝোতার আওতায় জামায়াত ১৭৯টি, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বিডিপি ২টি এবং নেজামে ইসলাম ২টি আসনে প্রার্থী দেবে।

প্রাথমিকভাবে অবশিষ্ট ৪৭টি আসন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য রাখা হয়েছিল। তবে শুক্রবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, তারা জোটের সঙ্গে থাকবে না এবং এককভাবে ২৬৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে যাওয়ায় ৪৭টি আসনে কারা প্রার্থী হতে পারেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

জানা গেছে, এই আসনগুলো সমঝোতার ভিত্তিতে জোটের অন্য দলগুলোর মধ্যে বিতরণ করা হবে।

জোটের এক নেতা গণমাধ্যমে জানিয়েছেন, অবশিষ্ট ৪৭টি আসনের মধ্যে ৩৫–৪০টি আসনে প্রার্থী দেবে জামায়াত এবং বাকি ৭–১২টি আসন ভাগাভাগি করা হবে এনসিপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও এবি পার্টিসহ অন্যান্য জোটের মধ্যে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X