

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ সালের ক্যালেন্ডারের পাতায় সরকারি চাকুরিজীবীদের জন্য অপেক্ষা করছে দীর্ঘ অবকাশের একাধিক দারুণ সুযোগ।
ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, মাত্র কয়েক দিন বাড়তি ছুটি নিতে পারলেই মার্চ মাসে টানা ৭ দিন এবং মে মাসে একটানা ১০ দিনের লম্বা ছুটি উপভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
গত বছরের ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিনসহ মোট ২৮ দিন ছুটি থাকবে।
তবে এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে পড়ায় প্রকৃত ছুটি হবে ১৯ দিন। এছাড়া বিভিন্ন ধর্মীয় পর্বের জন্য নির্ধারিত ঐচ্ছিক ছুটির বিধানও কার্যকর থাকবে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে।
মার্চ মাসে সরকারি চাকরিজীবীদের জন্য ৭ দিনের টানা ছুটির একটি বড় সুযোগ রয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০ মার্চ শুক্রবার জুমাতুল বিদা এবং চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। ঈদের আগে ও পরে নির্বাহী আদেশে থাকা চার দিনের ছুটি যুক্ত হয়ে মোট ৫ দিনের ছুটি থাকবে।
এর ঠিক আগেই ১৭ মার্চ শবে কদরের ছুটি নির্ধারিত রয়েছে। ফলে ১৮ মার্চ বুধবার মাত্র এক দিন বাড়তি ছুটি নিতে পারলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
এ ছাড়াও ২৬ মার্চ স্বাধীনতা দিবস বৃহস্পতিবার হওয়ায় এর পরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকবে। ফলে ২৫ মার্চ বা ২৯ মার্চ যেকোনো এক দিন ছুটি নিতে পারলে টানা চার দিন এবং কোনো ছুটি না নিলেও টানা তিন দিনের অবকাশ মিলবে।
এদিকে মে মাসে মাত্র ২ দিন ছুটি নিতে পারলে সরকারি চাকরিজীবীরা টানা ১০ দিনের বড় অবকাশের সুযোগ পাবেন। চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯, ৩০ ও ৩১ মে নির্বাহী আদেশে মোট ৬ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এর ঠিক আগেই ২২ ও ২৩ মে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
কোনো সরকারি কর্মকর্তা-কর্মী যদি মাঝখানের ২৪ ও ২৫ মে এই দুই দিন ছুটি নিতে পারেন, তবে সাপ্তাহিক ছুটি, নির্বাহী আদেশের ছুটি এবং ঈদের ছুটি মিলিয়ে একটানা ১০ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
কর্মব্যস্ত জীবনে এই দীর্ঘ ছুটিগুলো সরকারি চাকুরিজীবীদের জন্য বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন

