বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শুভ বড়দিন আজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ এএম
শুভ বড়দিন আজ
expand
শুভ বড়দিন আজ

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে প্রতি বছর ২৫ ডিসেম্বর দিনটি উদযাপন করা হয়। বিশ্বাস অনুযায়ী, তিনি বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন এবং এই দিনটিকে স্মরণ করে খ্রিষ্টানরা আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে বড়দিন পালন করেন।

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষরা আজ বিশেষ ধর্মীয় আয়োজন, প্রার্থনা ও উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গির্জাগুলোকে নান্দনিক সাজে সাজানো হয়েছে। গত সন্ধ্যা থেকেই গির্জা ও বিভিন্ন হোটেলে চোখ ধাঁধানো আলোকসজ্জা করা হয়েছে।

বড়দিন উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ দিনটি ঘিরে অনেক খ্রিষ্টান পরিবারে ঘরে ঘরে কেক ও বিশেষ খাবার প্রস্তুত করা হয়। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় গান ও কীর্তনের আয়োজনও লক্ষ্য করা যাচ্ছে।

অনেকেই এই উৎসবকে কেন্দ্র করে আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটাতে যান। পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী থেকে অনেকে গ্রামের বাড়ির উদ্দেশে যাত্রা করেছেন।

ঢাকার তারকা হোটেলগুলোতেও বড়দিন উপলক্ষে বিশেষ সাজসজ্জা করা হয়েছে। হোটেলের ভেতরে স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি ও সান্তা ক্লজের প্রতিকৃতি। বড়দিনের আগের রাতে বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় এবং আজ সকাল থেকেই শুরু হয়েছে দিনের মূল প্রার্থনা।

খ্রিষ্টানদের বিশ্বাস অনুযায়ী, মানবজাতিকে সত্য, ন্যায় ও শান্তির পথে পরিচালিত করার জন্যই যিশুখ্রিষ্টের পৃথিবীতে আগমন ঘটেছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X