বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

৪৮ ঘন্টায় গুগলে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে যে ব্যক্তির নাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

বর্তমান সময়ের ডাটা এবং নিউজ ট্রেন্ড বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, বাংলাদেশে অনলাইন সার্চের ক্ষেত্রে তারেক রহমান অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে রয়েছেন।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আগামীকাল ২৫ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) বেলা ১১:৫০ মিনিটে বিমানে করে দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ঘটনাকে কেন্দ্র করে গত ৪৮ ঘণ্টায় পুরো বাংলাদেশের অনলাইন জগত ও সার্চ ইঞ্জিনগুলোতে বইছে এক বিশাল ঝড়।

লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬:১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২:০০ টা) তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওয়ানা দেবেন। সঙ্গে থাকছেন ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমান।

ঢাকা নামার আগে উড়োজাহাজটি সিলেটে এক ঘণ্টার যাত্রা বিরতি করবে। রাজধানীর 'জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে' (৩০০ ফিট) এলাকায় একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে তিনি দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেবেন।

বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন তার গুরুতর অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখার জন্য। ডিএমপি থেকে তার আগমন উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং সমাবেশস্থলে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X