বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ এএম
সপরিবারে তারেক রহমান
expand
সপরিবারে তারেক রহমান

দেশে ফেরার উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৫ মিনিটে তিনি সপরিবারে লন্ডনের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন।

প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী তিনি বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে লন্ডন ত্যাগ করবেন। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি ঢাকায় পৌঁছাবেন। এ সময় তাঁর সঙ্গে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। তাঁর আগমন ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর পূর্বাচল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কেন্দ্র করে বড় ধরনের সংবর্ধনার প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলটির নেতাদের আশা, ঢাকায় আয়োজিত এই কর্মসূচিতে কয়েক কোটি নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি হতে পারে। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলের সংবর্ধনা স্থলে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবে দলটি।

বিএনপি নেতাদের মতে, তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে, তা অতীতের সব রাজনৈতিক আয়োজনকে ছাড়িয়ে যেতে পারে। শুধু নেতাকর্মী নয়, সাধারণ মানুষের অংশগ্রহণও প্রত্যাশা করা হচ্ছে এই গণসংবর্ধনায়।

দলীয় সূত্রে জানা গেছে, রাজধানীর কুড়িল সংলগ্ন পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কর্মসূচি সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে দলীয় নেতাকর্মীরা কাজ করছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন বাহিনীও প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে অনুষ্ঠানের আনুষ্ঠানিক অনুমতি পাওয়া গেছে। মঞ্চ নির্মাণের কাজ শেষের পথে, আর দলের শীর্ষ নেতারা নিয়মিত অনুষ্ঠানস্থল পরিদর্শন করছেন।

উল্লেখ্য, ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারামুক্ত হয়ে তারেক রহমান সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করেন। তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান কয়েক দফা দেশে এলেও এবারই প্রথম দীর্ঘ বিরতির পর তারেক রহমানের দেশে ফেরার সুযোগ তৈরি হলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X