বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রমজান সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক হ্রাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পিএম
খেজুর
expand
খেজুর

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

এনবিআর জানায়, ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানানো এবং রমজানকালে বাজারে খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত ২৩ ডিসেম্বর জারি করা হয়েছে, যা আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

এছাড়া সাম্প্রতিক বাজেটে আমদানির ক্ষেত্রে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধান সংশোধন করা হয়েছে। এতে খেজুরসহ সব ধরনের ফল আমদানিতে অগ্রিম আয়কর হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি খেজুর ও অন্যান্য ফল আমদানিতে অগ্রিম আয়করের ওপর যে ৫০ শতাংশ ছাড় গত বছর দেওয়া হয়েছিল, সেটিও চলতি অর্থবছরে বহাল রাখা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X