মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ পিএম আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব এবং জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজে'র সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ- ডিবি।

রবিবার (৭ ডিসেম্বর) গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।

এর আগে, এদিন দুপুরে শওকত মাহমুদকে হেফাজতে নেয়ার কথা জানিয়েছিল ডিবি পুলিশ।

শওকত মাহমুদ এবং চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ২৫ এপ্রিল নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ আত্মপ্রকাশ করে। দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ইলিয়াস কাঞ্চন, তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। শওকত মাহমুদকে রাখা হয় মহাসচিব পদে।

এর আগে ২০২৩ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X