রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারত ইতিবাচক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ পিএম
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
expand
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারত এখনো ইতিবাচক মনোভাব দেখায়নি।

একই সঙ্গে তিনি বলেছেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমানের প্রত্যাবর্তন এবং বেগম খালেদা জিয়ার বিদেশযাত্রা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, বিমানটির কারিগরি সমস্যার কারণে খালেদা জিয়ার লন্ডন যাত্রায় একদিন দেরি হওয়ার আশঙ্কা রয়েছে।

শেখ হাসিনাকে ফেরত পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, আমরা তাঁকে দেশে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছি। কারণ তিনি আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত। কিন্তু এ বিষয়ে এখনো ভারত থেকে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাইনি।

তিনি আরও বলেন, এ ধরনের বিষয়ে তাৎক্ষণিক অগ্রগতি হয় না। আমরা অপেক্ষা করছি ভারতীয় কর্তৃপক্ষ কী অবস্থান নেয়। তারা বিষয়টি খতিয়ে দেখছে এটাই এখন পর্যন্ত জানা গেছে।

আরাকান আর্মির হাতে বাংলাদেশি জেলে আটক হওয়ার প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, যেহেতু আরাকান আর্মি কোনো স্বীকৃত রাষ্ট্র নয়, তাই তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে দ্বিপাক্ষিক আলোচনায় যাওয়া সম্ভব নয়।

মিয়ানমার, ভারত বা থাইল্যান্ডের মতো রাষ্ট্রগুলোর সঙ্গে যেভাবে আলাপ করা যায়, তাদের ক্ষেত্রে তা সম্ভব নয়। তবে এমন ঘটনা কমানোর জন্য ইতোমধ্যে কিছু পদক্ষেপ নেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X