বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সিইসিকে করা প্রশ্নের উত্তরে ইসি সচিব

নির্বাচনকালীন ৬৪ এসপি নিয়োগের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১১:২৬ এএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ‎এ এম এম নাসির উদ্দিন
expand
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ‎এ এম এম নাসির উদ্দিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনকালীন এ সকল এসপি নিয়োগের বিষয়টিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি'র সদর দপ্তরে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়ার পরিদর্শনে শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ‎এ এম এম নাসির উদ্দিন।

মহড়া শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। এসময় সারাদেশে নির্বাচনকালীন এসপি নিয়োগের অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তের বিষয়য়ে সাংবাদিকরা জানতে চাইলে এড়িয়ে যান তিনি। পাশে থাকা ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উত্তর দেন। তিনি বলেন, এ বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।

এদিকে ইসি নাসির উদ্দিন বলেন, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই কমিশনের লক্ষ্য। ভোটের নিরাপত্তায় প্রস্তুত সব আইনশৃঙ্খলা বাহিনী, ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি।

বিজিবির নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়ায় পুরো একটি নির্বাচনী নমুনা তুলে ধরা হয়। যেখানে ভোট প্রদান থেকে শুরু করে দলীয় এজেন্ট, নিরাপত্তা ও নির্বাচনী সংবাদ সম্প্রচার পর্যন্ত তুলে ধরা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন