শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন ৬০ নেতাকর্মী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৪২ এএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নে আবারও ঘটলো উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে একযোগে ৬০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার ৩০ জানুয়ারি শিবগঞ্জ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মো. কেরামত আলীর হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

নবাগত নেতাকর্মীরা জানান, জামায়াতে ইসলামীর আদর্শ, শৃঙ্খলা ও নতুন নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মতে, দেশ ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একই দিনে একসাথে ৬০ জন নেতাকর্মীর যোগদান শিবগঞ্জের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। এর ফলে এলাকায় জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন তারা।

এ ঘটনায় দাইপুখুরিয়া ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X