রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে ভয়ংকর যে টয়লেট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ এএম
টয়লেট
expand
টয়লেট

রাশিয়ার সাইবেরিয়ার দুর্গম পর্বতমালায় রয়েছে এমন এক টয়লেট, যেটিকে অনেকেই বিশ্বের সবচেয়ে ভয়ংকর ও ঝুঁকিপূর্ণ বলে মনে করেন। বরফে ঢাকা পাহাড়ের চূড়ায়, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৬০০ মিটার উঁচুতে, টয়লেটটি দাঁড়িয়ে আছে একেবারে খাদ্যের ধারের ওপর। নিচে হাজার ফুট গভীর খাত চারপাশে শুধুই বরফ, শীতল বাতাস আর ভয়ঙ্কর নীরবতা।

এই অদ্ভুত টয়লেটটি সাইবেরিয়ার কৃষ্ণয়া কামেনা নামের একটি প্রত্যন্ত স্থানে অবস্থিত। সেখানে থাকা একটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মীদের সুবিধার জন্যই এটি তৈরি করা হয়েছিল। পাহাড়ের ধার ঘেঁষে কাঠের তৈরি এই ছোট ঘরটিই তাদের একমাত্র টয়লেট।

এই জায়গায় টয়লেট ব্যবহার করাটাই এক ধরনের চরম সাহসিকতার কাজ। ঢাল বেয়ে ওপরে ওঠা, বরফঝড়ের মাঝেও দড়ি ধরে এগোনো সব মিলিয়ে প্রতিবারই যেন বাঁচা-মরার লড়াই। সামান্য ভুলেই নিচের খাদে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে।

শীতকালে এখানে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তাপমাত্রা নেমে যায় মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে। শুকনো বরফে পথ পিচ্ছিল হয়ে যায়, প্রচণ্ড ঝড়ো হাওয়ায় সামনে তাকানোই কঠিন হয়ে পড়ে। এমন অবস্থায় অনেক সময় প্রয়োজনীয় সরঞ্জাম পর্যন্ত হেলিকপ্টারে করে পাঠাতে হয়।

একজন ভ্রমণকারী এই টয়লেটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করার পর তা দ্রুত ভাইরাল হয়। লক্ষাধিক মানুষ জানতে চান এমন বিপজ্জনক জায়গায় কেউ কীভাবে টয়লেট ব্যবহার করতে পারে!

এই টয়লেট শুধু এক ব্যতিক্রমী নির্মাণই নয়, এটি মানুষের মানিয়ে নেওয়ার ক্ষমতা ও সাহসিকতারও প্রতীক। কঠোর আবহাওয়া, বিপদসংকুল পরিবেশ সব বাধা পেরিয়েও বিজ্ঞানীরা কাজ চালিয়ে যান, প্রতিদিন এই টয়লেট ব্যবহার করেন। প্রকৃতির সঙ্গে মানুষের অনবরত সংগ্রামের একটি বাস্তব উদাহরণ যেন এটি।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X