শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ৩টি পিস্তল উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম
দুইটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান
expand
দুইটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান

কুষ্টিয়ার খোকসায় বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি পিস্তল ও এক‌টি ওয়‌ান শুটার গান উদ্ধার করেছে সেনাবাহিনী।

বৃহস্প‌তিবার (০৪ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার ওসমানপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ওসমানপুর কলপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়৷

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মেহেদীর নেতৃত্বে কু‌ষ্টিয়া সেনা ক‌্যাম্পের রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি ইউনিটের এক‌টি দল গভীর রাতে ওসমানপুর গ্রামের অভিযান প‌রিচালনা করে। এসময় ওই এলাকার আসাদুজ্জামানের বাড়ির পাশ থেকে দুইটি পিস্তল,এক‌টি ওয়ান শুটার গান,গু‌লি,দেশীয় চাকু ও হাসুয়‌া উদ্ধার করা হয়।

শুক্রবার (০৫ ডিসেম্বর) বিকেলে বিষয়টি এনপিবি নিউজকে নিশ্চিত করে খোকসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন বলেন, রাতে সেনাবা‌হিনীর অ‌ভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে। তবে এ ঘটনায় কেউ আটক নেই৷ এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X