শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে বিকৃত যৌনাচার: বিচার দাবি উত্তাল ক্যাম্পাস

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম
শনিবার সন্ধ্যায় বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
expand
শনিবার সন্ধ্যায় বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

পুরুষ শিক্ষার্থীদের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমের কঠোর শাস্তি ও চাকরি থেকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন তারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেন। শিক্ষার্থীরা ঘোষণা দেন—দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

এসময় ডাকসুর জিএস এস এম ফরহাদ সংহতি জানিয়ে বলেন, “অভিযুক্ত শিক্ষক পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কে লজ্জায় ফেলেছেন। তিনি নৈতিক ও সামাজিক অবক্ষয়ের নমুনা সৃষ্টি করেছেন। তাকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।”

তিনি আরও জানান, “শাস্তির পাশাপাশি তাকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে এবং স্থায়ীভাবে চাকরি থেকে বহিষ্কারেরও দাবি জানাই। ভুক্তভোগী শিক্ষার্থীদের ক্ষতিপূরণও নিশ্চিত করতে হবে।”

জগন্নাথ হল সংসদের জিএস সুদীপ্ত রায় বলেন, “ধর্ষণের সর্বনিম্ন শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। ধর্ষকের পরিচয় একটাই, সে ধর্ষক। শিক্ষক বা অন্য কোনো পরিচয়ে তাকে আড়াল করা যাবে না।”

এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওড়াপাড়ার বাসা থেকে অধ্যাপক এরশাদ হালিমকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। এরপর আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন