শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ব্যারিস্টার সরোয়ার ১৫ সেনা কর্মকর্তার পক্ষে আর লড়বেন না

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৪:০৬ পিএম
ব্যারিস্টার এম সরোয়ার হোসেন
expand
ব্যারিস্টার এম সরোয়ার হোসেন

বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম, খুন ও মানবতাবিরোধী অভিযোগের পৃথক তিনটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ১৫ জন সেনা কর্মকর্তার আইনজীবী হিসেবে আর থাকবেন না ব্যারিস্টার এম সরোয়ার হোসেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ব্যারিস্টার সরোয়ার বলেন, “যে মামলায় আমি গুমের অভিযোগ দায়ের করেছিলাম, সেই আসামিদের মধ্যে একজন ১৫ সেনা কর্মকর্তার মধ্যে রয়েছেন। তাই আমি আর তাদের পক্ষে আইনি লড়াইয়ে অংশ নিচ্ছি না।”

এর আগে বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ১৫ সেনা কর্মকর্তার পক্ষে শুনানি করেছিলেন তিনি।

ব্যারিস্টার সরোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, “গুম মামলার আসামিদের মধ্যে এই ১৫ জন রয়েছে। এ ধরনের মামলায় বার কাউন্সিলের আইন অনুযায়ী আমি তাদের পক্ষে থাকতে পারব না। তাই নিজেকে আইনজীবী হিসেবে প্রত্যাহার করেছি।”

উল্লেখ্য, তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদসহ আরও দুই সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম মামলায় নিজেই অভিযোগ দায়ের করেছিলেন। আর তাদের মধ্যে একজনই বর্তমানে ওই ১৫ জনের মধ্যে রয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন