

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ সরকার আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর চূড়ান্ত ঘোষণা দিয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো অবৈধভাবে আমদানি করা ও শুল্ক ফাঁকি দেওয়া মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার বন্ধ করা। এনইআইআর পুরোপুরি কার্যকর হলে চোরাই বা অবৈধ হ্যান্ডসেট দেশের কোনো মোবাইল নেটওয়ার্কে সচল করা যাবে না।
এরই মধ্যে দেশের মোবাইল শিল্পে ‘গ্রে’ মার্কেট সিন্ডিকেটের তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সূত্রের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে হ্যান্ডসেট আমদানির সঙ্গে একটি চক্র জড়িত। যার ফলে সরকার হাজার হাজার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
অভিযোগ রয়েছে, এই সিন্ডিকেটের মূল নেতৃত্বে রয়েছেন ‘সুমাস টেক’ (Sumash Tech) প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আবু সাইদ পিয়াস নামে এক ব্যক্তি।
শিল্প সংশ্লিষ্টরা বলছেন, এনইআইআর কার্যকর হলে অবৈধভাবে হ্যান্ডসেট আমদানি ও বিক্রির মাধ্যমে গড়ে ওঠা এসব চক্র কার্যত অচল হয়ে পড়বে। এজন্য অনেকেই আশঙ্কা করছেন, সিন্ডিকেটগুলো এনইআইআর বাস্তবায়নের পথে নানা ধরনের বাধা সৃষ্টির চেষ্টা করতে পারে।
অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে সুমাস টেকের আবু সাইদ পিয়াসের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তার হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তারও কোনো উত্তর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এসব তথ্য বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র ও প্রতিবেদনভিত্তিক, যা এখনো আনুষ্ঠানিকভাবে যাচাই বা আদালতে প্রমাণিত নয়। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এনইআইআর চালু হলে দেশের মোবাইল বাজারে স্বচ্ছতা ও রাজস্ব আদায়ে বড় ধরনের পরিবর্তন আসবে।
মন্তব্য করুন