

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর প্রযুক্তি জগতে আরও এক ধাপ এগিয়ে গেল চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। গুগলের আধিপত্য ভাঙতে তারা বাজারে এনেছে নতুন ওয়েব ব্রাউজার ‘অ্যাটলাস’।
ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদন অনুযায়ী, অ্যাটলাস চালুর মাধ্যমে ওপেনএআই এখন সরাসরি গুগলের সার্চ ব্যবসার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। এআই-ভিত্তিক অনুসন্ধান প্রযুক্তির জনপ্রিয়তা বাড়তে থাকায়, অনেক বিশেষজ্ঞ মনে করছেন অ্যাটলাস অনলাইন সার্চ ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করবে।
বিশ্লেষকদের ধারণা, ইন্টারনেট ব্যবহারের ‘গেটওয়ে’ বা মূল প্রবেশদ্বার হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চায় ওপেনএআই। এই ব্রাউজারের মাধ্যমে তারা কেবল নতুন ব্যবহারকারীই নয়, বরং ডিজিটাল বিজ্ঞাপন থেকে বিপুল রাজস্ব আয়ের সুযোগও তৈরি করতে পারবে।
বর্তমানে ওপেনএআইয়ের মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা প্রায় আট কোটি, তবে তাদের বড় একটি অংশ এখনো বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহার করে। কোম্পানিটি এখনো লোকসানে থাকায় আয় বাড়ানোর নতুন পথ খুঁজছে-এ ব্রাউজার সেই লক্ষ্যেই একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।
এর আগে ওপেনএআইয়ের এক শীর্ষ কর্মকর্তা ইঙ্গিত দিয়েছিলেন, যদি যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত গুগলকে তার জনপ্রিয় ক্রোম ব্রাউজার বিক্রি করতে বাধ্য করত, তবে ওপেনএআই তা কিনতে আগ্রহী থাকত। তবে গত মাসে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক অমিত মেহতা ওই প্রস্তাব খারিজ করে জানান, এআই প্রযুক্তির উন্নতি ইতোমধ্যেই বাজারে নতুন প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করছে।
তবে অ্যাটলাসের জন্য চ্যালেঞ্জও কম নয়। বর্তমানে গুগলের ক্রোম ব্রাউজার ব্যবহারকারী তিনশো কোটিরও বেশি, এবং তাতে সম্প্রতি যুক্ত হয়েছে গুগলের নিজস্ব এআই সেবা ‘জেমিনাই’। ফলে নতুন ব্রাউজার হিসেবে বাজারে জায়গা করে নিতে অ্যাটলাসকে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে।
এ বছরের শুরুতে এআই স্টার্টআপ পারপ্লেক্সিটি তাদের নিজস্ব ‘কমেট’ ব্রাউজার চালু করে গুগলের বাজারে প্রবেশের ঘোষণা দিয়েছিল। এমনকি তারা গুগলের ক্রোম কিনতে ৩ হাজার ৪৫০ কোটি ডলারের প্রস্তাবও দিয়েছিল বলে জানা যায়।
মন্তব্য করুন
