

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


একজন গ্রাহকের নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে অতিরিক্ত সিমগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যে নিষ্ক্রিয় করতে হবে — এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সোমবার (১৩ অক্টোবর) বিটিআরসির যাচাইকৃত ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহকরা নিজেদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ১০টি সিম রাখতে পারবেন।
এর বেশি সিম থাকলে পছন্দের ১০টি রেখে বাকি সিমগুলো ‘ডি-রেজিস্টার’ বা মালিকানা হস্তান্তর করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগের মাধ্যমে।
গ্রাহকরা নিজেদের এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে পারবেন *16001# ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে।
বিটিআরসি আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যদি গ্রাহক নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার না করেন, তাহলে কমিশন দৈবচয়নের ভিত্তিতে সেই সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে।
মন্তব্য করুন
