শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফেসবুকে আসছে ইনস্টাগ্রাম-ধাঁচের নতুন ফিচার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৭:০০ পিএম
ফেসবুক-ইনস্টাগ্রাম
expand
ফেসবুক-ইনস্টাগ্রাম

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আসছে বেশ কিছু নতুন ফিচার, যা অনেকটাই ইনস্টাগ্রাম-এর রিলস ও সাজেশন সিস্টেমের মতো। নতুন এই পরিবর্তনের মাধ্যমে প্ল্যাটফর্মটিকে আরও ব্যক্তিগত, আকর্ষণীয় ও ব্যবহারবান্ধব করতে চাইছে মেটা।

নতুন ফিচারগুলোর মধ্যে অন্যতম হলো ‘ফ্রেন্ড বাবলস’, যা দেখা যাবে রিলস ফিডে। এছাড়া থাকবে উন্নত এআই-চালিত সাজেশন সিস্টেম, যা ব্যবহারকারীর আগ্রহ বুঝে কনটেন্ট সাজাবে।

বেশি নতুন ভিডিও

ফেসবুক রিলস এখন আগের তুলনায় প্রায় ৫০% বেশি নতুন ও ট্রেন্ডিং ভিডিও দেখাবে। নতুন অ্যালগরিদম দ্রুত সময়োপযোগী ভিডিও সাজিয়ে দেবে ব্যবহারকারীর জন্য।

স্মার্ট সাজেশন সিস্টেম

কৃত্রিম বুদ্ধিমত্তা এখন ব্যবহারকারীর পছন্দ বোঝার চেষ্টা করবে। আপনি যেসব ভিডিও বেশি সময় ধরে দেখেন, লাইক বা শেয়ার করেন, সেসব ভিত্তিতে সাজেশন পাওয়া যাবে।

নতুন ইন্টারফেস ও নিয়ন্ত্রণ সুবিধা

ভিডিওর নিচে এখন থাকবে ‘Not Interested’ বোতাম, যার মাধ্যমে আপনি সহজেই জানাতে পারবেন কোন ধরনের কনটেন্ট দেখতে চান না। পাশাপাশি ভিডিও সেভ ও ব্যক্তিগত কালেকশন তৈরির অপশনও যুক্ত হচ্ছে।

টাইমলি ও ট্রেন্ডিং কনটেন্ট

রিলস ফিডে এখন অগ্রাধিকার পাবে সাম্প্রতিক ঘটনা ও চলমান ট্রেন্ডভিত্তিক ভিডিও, যাতে ব্যবহারকারীরা ‘এই মুহূর্তে কী ঘটছে’ তা আরও ভালোভাবে জানতে পারেন।

এআই-চালিত সার্চ সাজেশন

টিকটকের মতো এখন প্রতিটি ভিডিওর নিচে দেখা যাবে কিছু প্রাসঙ্গিক কিওয়ার্ড সাজেশন, যা মিল পাওয়া ভিডিওগুলো খুঁজে বের করতে সাহায্য করবে।

এআই এখন আরও বুদ্ধিমান

মেটার প্রোডাক্ট প্রধান জগজিৎ চাওলা জানিয়েছেন, এআই এখন কনটেন্ট চেনায় আরও নিখুঁত। যারা এআই-জেনারেটেড ভিডিও পছন্দ করেন, তারা এমন কনটেন্ট বেশি দেখবেন। আর যারা আগ্রহী নন, তাদের জন্য সে ধরনের ভিডিও কম দেখানো হবে।

তিনি আরও বলেন, এখন এমনকি OpenAI-এর Sora বা Midjourney দিয়ে তৈরি ভিডিওগুলোকেও সাধারণ ভিডিওর মতোই গুরুত্ব দেবে ফেসবুকের নতুন অ্যালগরিদম।

ব্যবহারকারীর প্রতিক্রিয়ায় নজর

ব্যবহারকারী যদি কোনো ভিডিও স্কিপ করেন বা ‘না পছন্দ’ করেন, ফেসবুকের সিস্টেম এখন তা বুঝে একই ধরনের কনটেন্ট কম দেখাবে। মেটার দাবি, এই পরিবর্তনের মূল লক্ষ্য শুধু ভিডিও ভিউ বাড়ানো নয়, বরং মানুষের মধ্যে সামাজিক যোগাযোগ ও বন্ধুত্বের আবহ ফিরিয়ে আনা।

তাদের ভাষায়, আমরা চাই ফেসবুক আবার এমন একটি জায়গা হোক, যেখানে মানুষ শুধু কনটেন্ট দেখে না, বরং একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন