শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাঁকা হাড় অপারেশনের পর নাক বন্ধ থাকলে কী করবেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
অপারেশনের পরবর্তী কিছু সাধারণ সমস্যা হতে পারে
expand
অপারেশনের পরবর্তী কিছু সাধারণ সমস্যা হতে পারে

নাকের পলিপ এবং নাকের হাড় অপারেশনের পর নাকের শ্লেষ্মা পড়া এবং গলায় শ্লেষ্মা জমে যাওয়াসহ অপারেশনের পরবর্তী কিছু সাধারণ সমস্যা হতে পারে, এতে ভয় পাওয়ার কিছু নেই। অপারেশনের পর নাক বন্ধ হওয়া সাধারণত সাময়িক এবং কয়েক দিন বা সপ্তাহের মধ্যে সেরে যায়। তবে গুরুতর হলে অবশ্যই আপনার সার্জনের শরণাপন্ন হবেন।

* অপারেশনের পর কেন নাক বন্ধ হয়

▶ ফোলাভাব-অস্ত্রোপচারের পর নাকের ভেতর ও বাইরের চারপাশে প্রদাহের কারণে ফোলা দেখা দিতে পারে।

▶ রক্ত জমাট-নাকের ভেতরে জমাট বাঁধা রক্ত শ্বাস-প্রশ্বাসে বাধা সৃষ্টি করতে পারে।

* অতিরিক্ত শ্লেষ্মা নিঃসরণ

অস্ত্রোপচারের পর কিছু ক্ষেত্রে অতিরিক্ত শ্লেষ্মা/সর্দি তৈরি হতে পারে, যা নাকের পথ বন্ধ করতে পারে।

* অস্ত্রোপচারের পর শুষ্কতা

কিছু ক্ষেত্রে, অস্ত্রোপচারের পর নাক শুষ্ক হয়ে যেতে পারে, যার ফলে ক্রাস্ট (খোসা) তৈরি হতে পারে এবং নাক বন্ধ হয়ে যেতে পারে।

* ইনফেকশন

সাধারণত, খুবই কম ক্ষেত্রে দেখা যায়। অপারেশনের স্থানে ইনফেকশন হলে নাক বন্ধ হতে পারে, তখন এর সঙ্গে জ্বর থাকতে পারে।

* করণীয়

▶ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ।

▶ নাক পরিষ্কার রাখতে নরমাল স্যালাইন ড্রপ ব্যবহার করুন। পানি দিয়ে নাক পরিষ্কার করতে পারেন।

▶ নাকের ভেতরে থাকা প্লাস্টিকের splint টানবেন না। নাকে যাতে আঘাত না লাগে সেদিকে খেয়াল রাখবেন।

▶ পর্যাপ্ত বিশ্রাম নিন। নিচু হয়ে কাজ করবেন না, দুই সপ্তাহ মোটরসাইকেলে চলা এড়িয়ে চলুন। ঘুমের সময় মাথা উঁচু করে ঘুমাবেন। গোসলের সময় মাথা উঁচু করে গোসল করবেন।

* অস্ত্রোপচারের পর ফলো-আপ

প্রথম ফলো-আপ ভিজিট করবেন অপারেশনের প্রায় এক সপ্তাহ পর। এ ভিজিটের সময়-

▶ নাকের ভেতরের দুই পাশের Nasal Splint সরানো হবে। নাকের splint খোলার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শেখানো নিয়মে বারবার নাক পরিষ্কার করা।

▶ নাকের ভেতর পরিষ্কার করা।

▶ অস্বস্তি কমাতে টপিক্যাল স্প্রে ব্যবহার করা হয় কারও কারও ক্ষেত্রে।

ধৈর্য ধরে চিকিৎসকের নির্দেশনা মেনে চলুন।

লেখক : আবাসিক সার্জন (ই.এন.টি), সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।

স্বাস্থ্য পরামর্শ

এনপিবি/এ আর

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন