

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দিনের ঝলমলে আলো, একদিকে শপিংমল, অপরদিকে ব্যস্ত স্ট্রিট ফুড। তবুও কেন গলির নাম অন্ধগলি? কখনো কখনো টু-লেট গলি। কীভাবে হলো এই নামকরণ, এর পেছনের গল্প কী?
ঢাকার ব্যস্ততম এলাকা মিরপুর-১, গোলচত্তরের পাশেই শপিংমল। শপিংমলের পাশের গলিটিই লোকমুখে অন্ধগলি, কখনো কখনো টু-লেট গলি নামে পরিচিত।
স্থানীয় ব্যবসায়ী নুরুল ইসলাম জানান, “এই গলিতে একসময়ে ভোর হতো অন্ধদের ভিক্ষার এলাকা ভাগাভাগি। কে কোন এলাকায় ভিক্ষা করবেন তা নির্ধারণ হতো এখানে।”
তবে শুধুমাত্র অন্ধদের এলাকা ভাগাভাগি নয়, রাতের আধারে গলিটি ভয়ংকরও হতো। তবে এখন নেই সেই ভয়, কমেছে চুরি-ছিনতাই। কালের বিবর্তনে অন্ধগলিতে অন্ধদের আনাগোনায় সীমাবদ্ধ না থেকে গলিটি পেয়েছে নতুন পরিচয়। অন্ধগলির পাশাপাশি পরিচিতি পেয়েছে টু-লেট গলি নামেও।
সভ্যতার উন্নতির যুগে মিরপুরের এ গলিতে এখনো দেখা মিলে অন্ধ ভিক্ষুকদের। দেশ স্বল্প আয় থেকে মধ্যম আয়ে পৌঁছালেও, দেশে কমেনি ভিক্ষুক, কমেনি অন্ধগলিতে অন্ধ ভিক্ষুকদের আনাগোনা।
মন্তব্য করুন