সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হোটেল থেকে অভিনেতার মেয়ের মরদেহ উদ্ধার, তোলপাড়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪৮ এএম
ভিক্টোরিয়া জোন্স
expand
ভিক্টোরিয়া জোন্স

নতুন বছরের শুরুতেই গভীর শোকের মুখে পড়েছেন হলিউডের প্রখ্যাত অভিনেতা টমি লি জোন্স।

তাঁর কন্যা ভিক্টোরিয়া জোন্সের আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে ভিক্টোরিয়ার বয়স ছিল ৩৪ বছর।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি অভিজাত হোটেলের ১৫ তলা থেকে ভিক্টোরিয়ার নিথর দেহ উদ্ধার করা হয়।

হোটেল কর্তৃপক্ষ জানায়, রাতে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা গেলে প্রথমে ধারণা করা হয় তিনি অসুস্থ হয়ে পড়েছেন।

পরিস্থিতি আঁচ করতে পেরে হোটেল কর্মীরা দ্রুত প্রাথমিক সহায়তা দেন এবং অ্যাম্বুলেন্স ডেকে আনেন। তবে ঘটনাস্থলে পৌঁছানো চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ভিক্টোরিয়ার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। তবে গণমাধ্যম পিপল-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিকভাবে অতিরিক্ত মাদক সেবনের বিষয়টি তদন্তকারীদের বিবেচনায় রয়েছে।

যদিও চূড়ান্ত ময়নাতদন্ত ও তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ায় এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।

বাবা টমি লি জোন্সের পরিচয়ের বাইরে নিজ যোগ্যতায় অভিনয় জগতে জায়গা করে নিয়েছিলেন ভিক্টোরিয়া।

তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং জনপ্রিয় টিভি সিরিজ ‘ওয়ান ট্রি হিল’-এ তাঁর উপস্থিতি দর্শকদের নজর কেড়েছিল।

উল্লেখ্য, ভিক্টোরিয়া জোন্স হলেন টমি লি জোন্স ও তাঁর সাবেক স্ত্রী কিম্বার্লিয়া ক্লাউলের কন্যা। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী ও ভক্তদের মধ্যে গভীর শোক ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X