

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।
‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ খেতাব জয়ের পর গত অক্টোবরের শেষ সপ্তাহে তিনি থাইল্যান্ডে আন্তর্জাতিক প্রতিযোগিতার মূল ক্যাম্পে যোগ দেন।
প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে তার পোশাক—বিশেষত বিকিনি রাউন্ড—নিয়ে দেশে চলছে নানা আলোচনা-সমালোচনা।
এবার সেই বিতর্ক নিয়ে থাইল্যান্ড থেকে ভিডিও বার্তায় নিজের ক্ষোভ, মানসিক চাপ এবং বাস্তব পরিস্থিতি তুলে ধরেছেন মিথিলা।
মিথিলা বলেন, অন্যান্য দেশের কেউ আমাকে ব্যঙ্গ করলে আমি কিছু মনে করি না, কিন্তু নিজের দেশের মানুষ যখন সমালোচনা করে, তখন খুব কষ্ট লাগে।
এত বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রতিদিন কঠোর পরিশ্রম, নিয়ম-শৃঙ্খলা মেনে চলা, সময়মতো সবকিছু করা- এসবের পরও যদি দেশের মানুষ প্রশংসা না করে, তাহলে মন ভেঙে যায়।
বিকিনি নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি আরও স্পষ্টভাবে বলেন, আমি বহুবার বলেছি—বিকিনি রাউন্ড না করলে টপ ৩০-এ যাওয়া প্রায় অসম্ভব।
আপনারা চান আমি বাংলাদেশকে এগিয়ে নেই, তাই তো? তাহলে আমাকে প্রতিযোগিতার নিয়ম মেনে চলতেই হবে।
এখানে ধর্মীয় বিষয় নয়, এটা প্রতিযোগিতার একটি বাধ্যতামূলক অংশ। জিততে চাইলে এটি এড়ানোর উপায় নেই। তিনি জানান, মঞ্চটি অত্যন্ত চ্যালেঞ্জিং।
এখানে প্রতিটি দেশের প্রতিযোগীই অসাধারণ। সবাই কঠোর প্রস্তুতি নিয়ে এসেছে। এত শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার মাঝে স্থির থাকতে হলে আমাকে সেরা পারফরম্যান্স দিতে হবে—সেই সঙ্গে দরকার নিজের দেশের মানুষের সমর্থন।
মন্তব্য করুন
