সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ভাসানী স্মরণে গণসংহতির মাথাল মিছিল অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম
গণসংহতি আন্দোলনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ফাতেমা রহমান বিথির সমর্থনে বর্ণাঢ্য মাথাল মিছিল
expand
গণসংহতি আন্দোলনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ফাতেমা রহমান বিথির সমর্থনে বর্ণাঢ্য মাথাল মিছিল

টাঙ্গাইলে গণসংহতি আন্দোলনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ফাতেমা রহমান বিথির সমর্থনে বর্ণাঢ্য মাথাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দুপুরে টাঙ্গাইল শহরের নিরালা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। হাতে ও মাথায় মাথাল, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণকারীরা স্লোগানে স্লোগানে মিছিলটিকে প্রাণবন্ত করে তোলেন।

মিছিলে অংশ নেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, টাঙ্গাইল সদর আসনের মাথাল প্রতীকের প্রার্থী ও জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বিথি, গণসংহতি আন্দোলন এবং ছাত্র ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

বক্তারা বলেন, মওলানা ভাসানীর সংগ্রামী জীবনের আদর্শ আজও প্রেরণার উৎস। দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় মাথাল প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন