

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দুরেফিশান সেলিম অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্বেও বেশ আলোচিত। তার অভিনীত নাটকগুলো ইউটিউবে নিয়মিত ট্রেন্ড করে, দর্শকদের মুগ্ধ করে রাখে তার সংলাপ আর উপস্থিতি।
সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে নিজের জীবনের কিছু অজানা ঘটনা শেয়ার করে আলোচনায় আসেন এই তারকা। সেখানে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে দুরেফিশান হাসতে হাসতে বলেন, “একবার একটি বিলাসবহুল হোটেলে ছিলাম। সেখানকার জায়নামাজটা এত সুন্দর ও নরম ছিল যে, আমি সেটি সঙ্গে করে নিয়ে এসেছিলাম।”
এই অকপট স্বীকারোক্তিতে উপস্থিত সঞ্চালক নিদা ইয়াসির ও অতিথি অভিনেতা মিকাল জুলফিকার বেশ অবাক হন। মিকাল মজার ছলে জানতে চান, “এতে কি লজ্জা লাগেনি?” জবাবে দুরেফিশান বলেন, “আমি ভেবেছিলাম, এটা গুনাহ হবে না, কারণ আমি তো নামাজের জন্যই নিচ্ছি।”
মিকাল তখন হাসতে হাসতে বলেন, “তাহলে মসজিদের বাইরে থেকে যারা জুতা নিয়ে যায়, তারাও তো একই কথা বলতে পারে!” কথাটি শুনে উপস্থিত সবাই হেসে ওঠেন।
অনুষ্ঠানের ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দ্রুত। কেউ লিখেছেন, “এমন সরলতা শয়তানকেও বিভ্রান্ত করবে।” আবার কেউ মন্তব্য করেছেন, “অভিনেত্রীটা সত্যিই কিউট!”
উল্লেখ্য, ২০২০ সালে ‘দিল রুবা’ নাটকের মাধ্যমে শোবিজে পা রাখেন দুরেফিশান। একই বছরে ‘ভারা’ ধারাবাহিকে প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি।
মন্তব্য করুন
