বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘যারা একাধিকবার বিয়ে করেন, তারা অতীত নিয়ে গর্ব করেন না’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৯:৪০ পিএম
অভিনেত্রী শবনম ফারিয়া
expand
অভিনেত্রী শবনম ফারিয়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। নতুন জীবনের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা ও সমালোচনার মুখোমুখি হলেও তিনি সেই সব বিষয়ে সরাসরি জবাব দিয়েছেন একটি আবেগঘন পোস্টে।

শনিবার (২৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফারিয়া লিখেছেন, কেউই এই ভেবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন না যে, একদিন এই সম্পর্ক শেষ হবে। ভালোবাসা, ধৈর্য ও আশা নিয়ে আমরা সবাই চেষ্টা করি সম্পর্ককে টিকিয়ে রাখতে। আমরা যতই শক্তিশালী, শিক্ষিত বা সফল হই না কেন, মন চায় সম্পর্ককে আঁকড়ে ধরে রাখতে-যদি না সেখানে কোনো বিশ্বাসঘাতকতা থাকে।

নিজের অভিজ্ঞতা থেকে তিনি আরও যোগ করেছেন, যারা একাধিকবার বিয়ে করেছেন, তারা তাদের অতীত নিয়ে লজ্জিত হন না। একটি সম্পর্ক ভাঙার পর নতুন করে ভালোবাসা, বিশ্বাস ও আস্থা তৈরি করতে সাহস লাগে, লজ্জা নয়। নতুন শুরু মানে শক্তি, বিশ্বাস আর সাহস।

ফারিয়া অনুরাগীদেরও অনুরোধ করেছেন, অনুগ্রহ করে কাউকে বিচার করবেন না, গুজব ছড়াবেন না, কটু কথা বলবেন না। আপনি জানেন না একজন মানুষ হাসিমুখে উঠে দাঁড়াতে কত কঠিন লড়াই করেছেন।

তিনি আরও লিখেছেন, জীবনের অনিশ্চয়তা সবসময় আমাদের পাশে থাকে। কথায় হোন কোমল, আচরণে রাখুন দয়া। কারণ জীবন কাউকেই ছাড় দেয় না। আগামীকাল কী অপেক্ষা করছে, তা কেউ জানে না।

শবনম ফারিয়া ব্যক্তিগত জীবনের উত্থান-পতনকে শক্তি হিসেবে দেখেন। তাঁর বক্তব্যে উঠে এসেছে, নতুন সম্পর্ক মানে নতুনভাবে বিশ্বাস, ভালোবাসা এবং সাহস নিয়ে জীবন যাত্রা-যা লজ্জার নয়, বরং জীবনের প্রতি এক নতুন আস্থা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন