শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইলেকশন অবজারভার সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন

তুষার
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১১:১২ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বুধবার ১২ ই নভেম্বর রাজধানীর সিদ্ধেশ্বরী লেনের গোল্ডেন প্লাজার ষষ্ঠ তলায় অবস্থিত ইলেকশন অবজারভার সোসাইটি (EOS) এর নিজস্ব কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়।

নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সবাই সভাপতিত্ব করেন জনাব বশির আহমেদ হাওলাদার। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে কমিটি গঠন করা হয়।

নির্বাচন পর্যবেক্ষক সংগঠনসমূহের এই প্লাটফর্ম (EOS) এর নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে ১১ টি পদে নির্বাচিত হয়েছেন নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত বিভিন্ন গঠনের প্রতিনিধি সদস্যরা।

সভায় (EOS) এর সভাপতি মোঃ ইকবাল হোসেন হীরা বলেন,

ইলেকশন অবজারভার সোসাইটি হল বাংলাদেশে নিবন্ধিত পর্যবেক্ষক গঠনসমূহের সমম্বিত প্ল্যাটফর্ম।

আমরা সকল পর্যবেক্ষক সংগঠনকে নিয়ে একটি ঐক্যবদ্ধ ও স্বচ্ছ নির্বাচন পর্যবেক্ষণ কাঠামো গড়ে তুলতে কাজ করছি। এছাড়াও নবগঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৫ স্বদেশের একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয় যা নির্বাচনী প্রযুক্তি প্রশিক্ষণ এবং তথ্য ব্যবস্থাপনা বিষয়ে সহায়তা প্রদান করবে।

নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দের তালিকা নিম্নরূপ :ইলেকশন অবজারভার সোসাইটি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি

১-মোঃ ইকবাল হোসেন হীরা, সভাপতি, প্রতিষ্ঠান মুক্তির বন্ধন ফাউন্ডেশন।

২-ফেরদৌস আহমেদ, সিনিয়র সহ-সভাপতি, প্রতিষ্ঠান এস বি এস এস।

৩-শহিদুল ইসলাম আপ্পি, প্রধান সমন্বয়ক, প্রতিষ্ঠান মুক্তির বন্ধন ফাউন্ডেশন।

৪-বসির আহমেদ হাওলাদার, সহ-সভাপতি (অর্থ),প্রতিষ্ঠান সংগতি সমাজ কল্যাণ সংস্থা

৫-হিরণ্ময় মন্ডল, সহ-সভাপতি পার্টনার ব্যবস্থাপনা, প্রতিষ্ঠান রুপসা

৬-মোঃ মহিউদ্দিন আমিন, সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠান পাথওয়ে

৭-মোহাম্মদ এবি এম রাসেল,যুগ্ন সম্পাদক, প্রতিষ্ঠান কর্ম উন্নয়ন কেন্দ্র

৮-নেসারুল ইসলাম নাজমুল, সাংগঠনিক সম্পাদক, প্রতিষ্ঠান প্রত্যয় সোশাল ফাউন্ডেশন

৯-মোহাম্মদ আব্দুল আজিজ, অর্থ সম্পাদক, প্রতিষ্ঠান ইযিয়া

১০-আনোয়ার হোসেন, দত্তর সম্পাদক, প্রতিষ্ঠান এশিয়া

১১-ফকরুন নাহার, নির্বাহী সদস্য, প্রতিষ্ঠান এশিয়া

১২-মো: জয়নাল আবেদীন বাবুল, নির্বাহী সদস্য, প্রতিষ্ঠান আরপিও ফাউন্ডেশন

১৩-মোঃ আব্দুল লতিফ, নির্বাহী সদস্য, জি,ইউ,এস

নির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত টেকনিক্যাল কমিটি

১- মোহাম্মদ সাইদুল ইসলাম, অর্ডিনেটর প্রোগ্রাম এন্ড ইভেন্ট

২-ডঃ মোঃ নাসির উদ্দিন শাহ , কো-অর্ডিনেটর দক্ষতা ও প্রশিক্ষণ

৩-সাইফুর রহমান, কো-অর্ডিনেটর সোশ্যাল মিডিয়া

৪-এস কে এস রেজা, কো-অর্ডিনেটর মনিটরিং এন্ড ইভালোয়েশন

৫-মোঃপারভেজ রেজা, কো-অর্ডিনেটর ডকুমেন্টেশন

সভার শেষে উপস্থিত নেতৃবৃন্দ ইলেকশন অবজারভার সোসাইটির কার্যক্রম কে আরও শক্তিশালী সমম্বিত করার অঙ্গীকার ব্যক্ত করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন