

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


তফসিলভুক্ত না থাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে ‘শাপলা’ প্রতীক দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ইসি নিজ বিবেচনায় নতুন প্রতীক নির্ধারণ করে তা বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা দেবে।
সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় এনসিপিকে তা দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন স্ববিবেচনায় অন্য কোনো প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে। শাপলা ইস্যুতে কমিশন তার আগের অবস্থানেই রয়েছে।”
সচিব আরও জানান, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো বিকল্প প্রস্তাব কমিশনের কাছে আসেনি। ফলে পূর্বের সিদ্ধান্তই বহাল আছে।
অন্যদিকে, শাপলা প্রতীক না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, আইনবিদ ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে আমরা নিশ্চিত হয়েছি -শাপলা প্রতীক দিতে কোনো আইনি বাধা নেই। কিন্তু ইসি যদি আমাদের প্রতীক না দেয়, তাহলে তাদের নিরপেক্ষতায় আস্থা রাখা কঠিন হবে।
তিনি আরও বলেন, প্রয়োজনে এনসিপি রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে শাপলা প্রতীক দাবি করবে। আর তখন একইসঙ্গে নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনেও যাবে দলটি।
মন্তব্য করুন