শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকার আসনগুলোতে বিএনপি’র গ্রিন সিগন্যাল পেলেন যারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৫:১৪ পিএম
বিএনপি লোগো
expand
বিএনপি লোগো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকার বিভিন্ন আসনে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বিএনপি।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকার কয়েকটি আসনের সম্ভাব্য প্রার্থীদের ইতোমধ্যেই মনোনয়নের জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকার প্রার্থীদের মধ্যে রয়েছেন—

ঢাকা-৪: তানভীর আহমেদ রবিন

ঢাকা-৬: ইশরাক হোসেন

ঢাকা-৯: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস

ঢাকা-১৩: নাগরিক ঐক্যের আহ্বায়ক ববি হাজ্জাজ

ঢাকা-১৪: ‘মায়ের ডাক’ খ্যাত সানজিদা ইসলাম তুলি

ঢাকা-১৫: সফিকুল ইসলাম মিলটন

ঢাকা-১৬: আমিনুল হক

ঢাকা-১৭ আসনটি বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বিষয়টি দলটির একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির উচ্চপর্যায়ের কৌশলগত সিদ্ধান্ত অনুযায়ী, এবার নির্বাচনে অংশ নিতে জোটের অংশীদারদের জন্য কিছু আসন ছেড়ে দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবেই গুলশান-বনানী-বারিধারা এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে পার্থকে প্রার্থী হিসেবে সমর্থন দেবে বিএনপি।

গুলশান এলাকার বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর প্রার্থিতা সম্পর্কে দলীয় নির্দেশনা পেয়েছেন তারা এবং ইতোমধ্যে পার্থর পক্ষে মাঠে কাজ শুরু করেছেন।

অন্যদিকে, ঢাকা-১৪ আসনে পরিবর্তন এসেছে বিএনপির মনোনয়নে। দলীয় সূত্র বলছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশে সানজিদা ইসলাম তুলি ওই আসন থেকে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন। শুরুতে তিনি ঢাকা-১২ (তেজগাঁও) আসনে আগ্রহী ছিলেন, তবে সেখানে গুম হওয়া ব্যারিস্টার আরমানকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা থাকায় তুলি স্থানান্তরিত হন ঢাকা-১৪ আসনে। এর ফলে বিএনপি নেতা এস. এ. সিদ্দিক সাজু এবার মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছেন।

বিএনপির ঢাকা মহানগর উত্তর ইউনিটের নেতাদের তত্ত্বাবধানে ইতোমধ্যে সানজিদা ইসলাম তুলির প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে।

উল্লেখ্য, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ দীর্ঘদিন ধরে আওয়ামী সরকারের সমালোচক হিসেবে পরিচিত। সংসদে ও রাজপথে তিনি বারবার সরকার ও ক্ষমতাসীন দলের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরব ছিলেন। এজন্য একাধিকবার কারাবরণসহ নানা রাজনৈতিক চাপের মুখেও পড়েছেন তিনি।

দলীয় নেতারা মনে করছেন, বিএনপি নেতৃত্বাধীন জোটের ঐক্য সুদৃঢ় করতে পার্থর মতো অভিজ্ঞ রাজনীতিককে মাঠে আনা একটি কৌশলগত সিদ্ধান্ত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন