

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠনতন্ত্রের খসড়া চুড়ান্ত হয়েছে।
আগামী ২৫ অক্টোবর বহিরাগত ৩ সদস্যের স্বাক্ষর নিয়ে চূড়ান্ত কপি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জমা প্রদান করা হবে।
আজ রবিবার (১৯ অক্টোবর) বিকালে সাংবাদিকদের সাথে এক সাক্ষাতকারে বিষয়টি নিশ্চিত করেন ইকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান।
সাক্ষাৎকারে তিনি বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ গঠনের লক্ষ্যে সংবিধি প্রনয়নের জন্য, মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ স্যার যে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন, সেটি এখন পর্যন্ত ৭ টি সভা আয়োজন করেছে তার মধ্যে দুটি সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠনের প্রতিনিধিদের সাথেও আলোচনা করা হয়েছে।”
তিনি বলেন, “আমরা গঠনতন্ত্রের একটি খসড়া তৈরি করেছি, যেখানে ঢাকা, রাজশাহী, চট্রগ্রাম জাহাঙ্গীরনগর, জগন্নাথ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ মোট ৬ টি বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র অধ্যায়ন করে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য একটি যুগোপযোগী গঠনতন্ত্র প্রণয়নের চেষ্টা করেছি।
অতঃপর ছাত্রদের মতামত নিয়েছি এবং তারা প্রণীত গঠনতন্ত্রের প্রতি সন্তুষ্ট ও একমত।
আজকে একটি মিটিং হয়েছে, সেখানে গঠনতন্ত্র সম্পর্কে ছাত্র নেতৃবৃন্দ কয়েকটি পরামর্শ দিয়েছেন। আমরা সেটিও গঠনতন্ত্রে ইনক্লুড করার মাধ্যমে, আমাদের দিক থেকে চূড়ান্ত গঠনতন্ত্র তৈরির কাজ সম্পন্ন করেছি।”
পরবর্তী কার্যক্রম সম্পর্কে অভিহিত করে বলেন, ”আমাদের কমিটির বহিরাগত তিনজন সম্মানিত সদস্য যথাক্রমে ঢাকা ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সম্মানিত ডিন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ব্যারিস্টার ইমাম হাসান সিডনি সাহেব, পরবর্তী একটি মিটিংয়ে উক্ত ব্যাক্তিগনের স্বাক্ষর গ্রহণ শেষেই, প্রণয়নকৃত খসড়া টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট পেশ করা হবে। মিটিং এর সম্ভাব্য তারিখ আগামী ২৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।”
উল্লেখ্য গঠনতন্ত্রের খসড়াটি গত ১৫ অক্টোবর জমা প্রদানের সিদ্ধান্ত জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু বহিরাগত তিন সদস্যের অনুপস্থিতি এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় বিদেশ সফরে থাকায়, নির্ধারিত তারিখে জমা প্রদান করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
ইকসু নির্বাচনের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টানা আন্দোলন করছে। আজও শিবির ক্যাম্পাসে বিশাল বিক্ষোভ মিছিল করে।
মন্তব্য করুন