

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্রশিবির।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টার (ইউসি) ভবনে এক সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মাসুদ রানা (তুহিন) এ দাবি জানান।
তিনি সাংবাদিকদের বলেন, “আমরা দেখতে পাচ্ছি একটি পক্ষ শাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমরা দাবি জানিয়ে আসছি দ্রুতই নির্বাচন আয়োজনের। নির্বাচন হলে আমরা জয়লাভ করব, ইনশা আল্লাহ।”
লিখিত বক্তব্যে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততম সময়ে শাকসু পুনর্গঠন ও বাস্তবায়নের উদ্যোগ নিক। এটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার একটি বৈধ প্ল্যাটফর্ম।
শাকসুর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবি, মতামত ও সমস্যাগুলো সঠিকভাবে উপস্থাপন করতে পারবে এবং প্রশাসন ও ছাত্রসমাজের মধ্যে সেতুবন্ধন গড়ে উঠবে। এটি ভবিষ্যতের নেতৃত্ব গঠনে সহায়ক হবে।”
মাসুদ রানা অনাবাসিক শিক্ষার্থীদের ভাতার ব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানান। তিনি বলেন, “শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় গঠন করা প্রয়োজন।
আবাসনের সংকট শিক্ষার্থীদের একাডেমিক মনোযোগ ও মানসিক সুস্থতায় নেতিবাচক প্রভাব ফেলে। সঠিক পরিকল্পনা ও স্বচ্ছ বাস্তবায়নের মাধ্যমে এটি সমাধান করা সম্ভব।”
আবাসিক হল বিষয়ে তিনি বলেন, “আগে যেমন নির্দিষ্ট দলের নামে আসন বা কক্ষ বরাদ্দ হতো, আমরা তা আর চাই না।
হলে রাজনীতি সীমিত থাকবে, শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে বসবাস করবে এবং ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি বজায় থাকবে।”
সংবাদ সম্মেলনে ছাত্রশিবির নেতারা শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, গবেষণার সুযোগ বৃদ্ধি, ছাত্রীদের নিরাপত্তা ও সম্মান, খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চা, প্রশাসনের জবাবদিহিতা ও স্বচ্ছতা, অবকাঠামোগত উন্নয়ন এবং বহিষ্কার ইস্যু ও বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ে কিছু প্রস্তাবনা ও দাবি পেশ করেন।
সভায় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার অফিস সম্পাদক মুজাহিদুল ইসলাম ও প্রচার সম্পাদক মহসিনুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন
