শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানালেন পরাজিত ছাত্রদলের এজিএস প্রার্থী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৩:৪৯ পিএম
ছাত্রদল সমর্থিত সহ-সম্পাদক (এজিএস) পদপ্রার্থী জাহিন বিশ্বাস এষা
expand
ছাত্রদল সমর্থিত সহ-সম্পাদক (এজিএস) পদপ্রার্থী জাহিন বিশ্বাস এষা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল প্রকাশের পর প্রতিক্রিয়া জানিয়েছেন সহ-সম্পাদক (এজিএস) পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী জাহিন বিশ্বাস এষা।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এষা লিখেছেন, শিক্ষার্থীদের দেওয়া রায়ই চূড়ান্ত। তিনি বলেন, “যত ভালোবাসা পেয়েছি, তা কল্পনারও বাইরে।

এই ভালোবাসাই আমার প্রেরণা—ছিলাম, আছি, থাকব আপনাদের সাথেই। আমার জন্য দোয়া রাখবেন।” একই সঙ্গে তিনি নবনির্বাচিত রাকসু নেতাদের অভিনন্দন জানান।

রাকসু নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে এজিএস পদে লড়েছিলেন এষা। তিনি পেয়েছেন ৫ হাজার ৯৫১ ভোট। ওই পদে সর্বোচ্চ ৬ হাজার ৯৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী এস এম সালমান সাব্বির।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন