

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, রাকসুর এই বিজয় শিক্ষার্থীদের। যারা প্রতিদ্বন্দ্বিতায় হেরেছেন, তারাও আমাদের সহযোদ্ধা -তাদের নেতৃত্বগুণ রয়েছে, তাই তাদের প্রতিও আমাদের গভীর শ্রদ্ধা।
আমরা চাইবো, তারা আগামীতেও আমাদের সঙ্গে থেকে পরামর্শ ও সহযোগিতা করবেন। সবার নির্বাচনী অঙ্গীকার একত্র করে অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়নই হবে আমাদের মূল লক্ষ্য।
শুক্রবার সকালে ফলাফল ঘোষণার পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নবনির্বাচিত ভিপি জাহিদ।
তিনি আরও বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় রাকসু পুনঃগঠনের দাবিতে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। নানা বাধা ও ষড়যন্ত্র পেরিয়ে আজ সেই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে -এ জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা জানাই।
এ সময় নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেন, শিক্ষার্থীরাই আমার ম্যান্ডেট, তাদের স্বার্থে কাজ করাই আমার অঙ্গীকার। শিক্ষক ও কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের অংশ হলেও, আমার কাছে শিক্ষার্থীরাই সর্বাগ্রে।
মন্তব্য করুন
