রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চাকসু আচরণবিধি নিয়ে প্রার্থী-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা

চবি প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম
expand
চাকসু আচরণবিধি নিয়ে প্রার্থী-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) হল ও হোস্টেল সংসদ নির্বাচনের নির্বাচনী আচরণবিধিসহ সামগ্রিক বিষয় নিয়ে প্রার্থী ও আগ্রহী শিক্ষার্থীরদের নিয়ে মতবিনিময় সভা করেছে নির্বাচন কমিশন।

এসময় নির্বাচনী আচরণবিধি নিয়ে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেয় নির্বাচন কমিশন।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার পর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনের তারিখ অন্তত দুই দিন পিছানোর দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। শহরের শিক্ষার্থীদের জন্য আলাদা বাস অথবা শাটল শিডিউল বৃদ্ধি, প্রার্থী আর্থিক কতটুকু বাজেট ব্যয় করতে পারবে এ সম্পর্কে নির্দেশনা, নির্বাচনের দিন ফ্রি যানবাহনের ব্যবস্থার দাবী, নির্বাচনের আগে ও পরে ৪দিন করে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার দাবী জানায় শিক্ষার্থীরা। এছাড়াও চাকসু ব্যবস্থাপনায় বিভিন্ন পরামর্শ দেয় শিক্ষার্থীরা।

আচরণ বিধিমালা অনুসারে, প্রকাশিত আচরণবিধি অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো ধরনের মিছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বিশ্ববিদ্যালয়ের ক্লাস বা পরীক্ষা চলাকালীন এলাকায় কিংবা তার আশেপাশে কোনো সভা বা সমাবেশ করা যাবে না।

প্রচারণায় প্রার্থীরা কেবলমাত্র লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার করতে পারবেন। পোস্টার ব্যবহারে রয়েছে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনোভাবেই ভোটার স্লিপ বিতরণ করা যাবে না।

এছাড়াও আচরণবিধি লঙ্ঘন করলে নেওয়া হবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা।নসর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা,প্রার্থীতার বাতিল,বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার অথবা রাষ্ট্রীয় কিংবা বিশ্ববিদ্যালয়ের আইনের আওতায় অন্য যেকোনো শাস্তি প্রযোজ্য হতে পারে।

নির্বাচন কমিশনার ও সদস্য-সচিব অধ্যাপক ড. এ.কে.এম. আরিফুল হক সিদ্দিকী বলেন," আমরা শিক্ষার্থী ও প্রার্থীদের সাথে আলোচনা করেছি। তারা বিভিন্ন দাবি ও পরামর্শ দিয়েছে। আমরা সে অনুযায়ী যৌক্তিক দাবীগুলো নোট-ডাউন করেছি এবং আমরা আলোচনা করে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করব।"

এসময় উপস্থিত ছিলেন চাকসু নির্বাচনের প্রধান অধ্যাপক ড.মনির উদ্দিন, নির্বাচন কমিশনার ও সদস্য-সচিব অধ্যাপক ড. এ.কে.এম. আরিফুল হক সিদ্দিকী, কমিশনার ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, নির্বাচন কমিশনার ড. মো: আনোয়ার হোসেন সহ অন্যান্য নির্বাচন কমিশনারগন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X