

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বগুড়া জেলা অ্যাডভোকেট বার সমিতির নতুন কমিটি গঠনের নির্বাচনে বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম অধিকাংশ পদে জয় পেয়েছে।
মোট ১৩টি পদের মধ্যে তারা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয়। বাকি তিনটি পদ দখল করে জামায়াতপন্থী বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের প্রার্থীরা।
শুক্রবার (২৯ নভেম্বর) রাতের দিকে রিটার্নিং অফিসার আতাউর রহমান খান (মুক্তা) ফলাফল ঘোষণা করেন। সভাপতি নির্বাচিত হন রেজাউর রহমান (৪৫১ ভোট) এবং চতুর্থবারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন রফিকুল ইসলাম (৪৫৫ ভোট)।
এর আগে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমিতির গওহর আলী ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নিবন্ধিত ৮৬৯ ভোটারের মধ্যে ৭৮৪ জন ভোট দেন।
অন্যান্য পদে বিজয়ী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা হলেন—
সহসভাপতি: সাফি আহমেদ (মিঠু) ও আতিকুল মাহবুব (সালাম)। যুগ্ম সম্পাদক: এনামুল হক (পান্না), লাইব্রেরি ও সমাজকল্যাণ সম্পাদক: মৌসুমী আকতার, কার্যকরী সদস্যের পাঁচটি পদের মধ্যে চারটিতে জয়ী হয়েছেন—ছালমা খাতুন, জেসমিন আকতার (শিখা), আব্দুল্লাহেল কাফী (২) ও আল আমিন (রাসেল)।
অন্যদিকে ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত রিয়াজ–সিরাজুল প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন-যুগ্ম সম্পাদক: আবু বকর ছিদ্দিক (৩), ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: শাফিকুর রহমান (শাফি), কার্যকরী সদস্য: বাবুল রহমান।
নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন বগুড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি পিপি অ্যাডভোকেট আব্দুল বাছেদ এবং সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডল।
মন্তব্য করুন
