রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এক নারীর দুই স্বামী: বিরোধ মেটাতে থানায় ছাত্রদল নেতা...

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

চট্টগ্রামের পাঁচলাইশ থানায় এক নারীর পারিবারিক বিরোধ সমাধানকে কেন্দ্র করে শুক্রবার রাতে দীর্ঘসময় ধরে উত্তেজনা, হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এতে থানা কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয় এবং একজন পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে।

শুক্রবার সন্ধ্যায় থানায় বসা এক সালিশ বৈঠকে ওই নারীর দুই স্বামীকে ঘিরে দীর্ঘদিনের জটিলতা সমাধানের উদ্যোগ নেওয়া হয়। বৈঠকটি পরিচালনা করছিলেন থানার এসআই তসলিম উদ্দিন।

আলোচনায় অংশ নেন মহানগর ছাত্রদলের একজন যুগ্ম আহ্বায়কও, যিনি পক্ষগুলোর একজনের হয়ে মত দেন।

বৈঠকের সময় নারী ও ওই ছাত্রদল নেতার মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় দায়িত্বে থাকা এসআই মাহফুজ পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন।

পুলিশ সদস্যদের দাবি, এই সময় ছাত্রদল নেতা তাকে ধাক্কা দিলে একটি গ্লাসে হাত লেগে এসআই মাহফুজের আঙুল কেটে যায়।

ঘটনার পর এসআই মাহফুজ তাকে বৈঠক থেকে বের করে দেন। এরপর রাত ১০টার দিকে ছাত্রদলের ১৫–২০ জন নেতাকর্মী থানায় গিয়ে ঘটনাটির প্রতিবাদ জানান।

দীর্ঘ দুই ঘণ্টা ধরে তারা থানার ভেতরে অবস্থান নিয়ে স্লোগান, তর্কবিতর্ক ও উত্তেজনা সৃষ্টি করেন। এতে সাধারণ সেবাপ্রার্থীরা আতঙ্কিত হয়ে বাইরে চলে যান এবং অফিসের কয়েকটি কক্ষ সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয় পুলিশ।

মধ্যরাতের আগে থানার ওসি মোহাম্মদ সোলাইমান এসে দুই পক্ষকে শান্ত করার উদ্যোগ নেন। আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ওসি জানান, ভুল বোঝাবুঝির জেরে পরিস্থিতি জটিল হয়েছিল, তবে পরে তা মীমাংসা করা হয়েছে।

নগর ছাত্রদলের আহ্বায়কও বলেন, বিষয়টি নিয়ে পরবর্তীতে আলোচনা হওয়ায় আর কোনো সমস্যা নেই।

এদিকে, একটি পারিবারিক বিরোধ নিষ্পত্তির মতো ঘটনায় রাজনৈতিক পরিচয়ধারী নেতাকর্মীদের থানায় উপস্থিতি এবং থানা চত্বরে এ ধরনের উত্তেজনা সৃষ্টি নিয়ে নানা প্রশ্ন ওঠেছে। পুলিশের কয়েকজন কর্মকর্তা মনে করছেন, থানার ভেতর এমন হট্টগোল নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ও অনভিপ্রেত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X