

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৫–২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেল নাগাদ ফলাফল প্রকাশ করা হয়। চলতি বছরে মোট পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬৬.৫৭ শতাংশ।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্রের অধীনে ৪৯টি ভেন্যুতে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চলতি শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে মোট আসন রয়েছে ৫ হাজার ৬৪৫টি। এর মধ্যে এমবিবিএস কোর্সে ৫ হাজার ১০০টি এবং বিডিএস কোর্সে ৫৪৫টি আসন নির্ধারিত। অন্যদিকে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট আসন সংখ্যা ৭ হাজার ৩৬১টি, যার মধ্যে এমবিবিএস ৬ হাজার ১টি এবং বিডিএস ১ হাজার ৩৬০টি।
এ বছর এমবিবিএস ও বিডিএস মিলিয়ে মোট ১৩ হাজার ৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পুরুষ আবেদনকারী ৪৯ হাজার ২৮ জন এবং নারী আবেদনকারী ৭৩ হাজার ৬০৪ জন।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ২০ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৯৮.২১ শতাংশ। অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন এবং অসদুপায় অবলম্বনের কারণে বহিষ্কৃত হয়েছেন ২ জন পরীক্ষার্থী।
পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ৮১ হাজার ৬৪২ জন। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮.১৩ শতাংশ) এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন (৬১.৮৭ শতাংশ)।
ভর্তি পরীক্ষার নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে মোট স্কোর নির্ধারণ করা হয়। সেই স্কোর, মেধাক্রম ও পছন্দ অনুযায়ী সরকারি ৩৭টি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ এবং ৮টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে মোট ৫ হাজার ৬৪৫ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিতদের মধ্যে নারী শিক্ষার্থী ৩ হাজার ৬০৩ জন (৬৩.৮০ শতাংশ) এবং পুরুষ শিক্ষার্থী ২ হাজার ৪২ জন (৩৬.২০ শতাংশ)। এবছর ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ছিল ৯১.২৫।
বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ বা ইউনিটে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) প্রণীত এমবিবিএস ও বিডিএস ভর্তি নীতিমালা–২০২৬ অনুযায়ী পরবর্তী ধাপে শিক্ষার্থী নির্বাচন সম্পন্ন করা হবে।
ভর্তিচ্ছুরা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ‘MBBS Result 2025–2026’ অপশনে ক্লিক করে নিজের রোল নম্বর প্রদান করলে ফলাফল দেখতে পারবেন। ফলাফল ডাউনলোড বা স্ক্রিনশট নেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি মেধাতালিকা পিডিএফ আকারেও ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
মন্তব্য করুন

