শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের আমলে বিচারবহির্ভূত ৪০ হত্যাকাণ্ড: অধিকার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৫:২৯ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের সময় অন্তত ৪০ জন বিচারবহির্ভূতভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে মানবাধিকার সংস্থা ‘অধিকার’ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে।

২০২৪ সালের ৯ আগস্ট থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এসব হত্যাকাণ্ড হয়। এর মধ্যে শুধু জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ১১ জনের মৃত্যু হয়েছে।

এই প্রতিবেদনটি অধিকার-সংযুক্ত মানবাধিকার সংগঠনগুলোর অনুসন্ধান এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

সংস্থাটি গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এই প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী, ৪০টি বিচারবহির্ভূত হত্যার মধ্যে ১৯ জন গুলিতে, ১৪ জন নির্যাতনে, এবং ৭ জন গণপিটুনিতে মারা গেছেন। শুধু জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে নিহত ১১ জনের মধ্যে ৭ জনকে যৌথ বাহিনী, ৩ জনকে পুলিশ, এবং ১ জনকে সেনা সদস্যরা হত্যা করেছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া ৩ জন নির্যাতনে, ৬ জন গুলিতে, এবং ২ জন গণপিটুনিতে মারা গেছেন।

একই সময়ে জেল হেফাজতে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। অন্তর্বর্তী সরকারের ১৩ মাসে এই সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে।

অধিকারের প্রতিবেদনে আরো বলা হয়, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ৩৫ জন বাংলাদেশিকে হত্যা করেছে, যার মধ্যে ১০ জন জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে নিহত হন।

এ ছাড়া, চলতি বছরের মে মাস থেকে ভারত অন্তত ২ হাজার ৩৩৩ জন বাংলাদেশিকে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাজনৈতিক সহিংসতায় জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ৪৬ জন নিহত হয়েছে, ফলে অন্তর্বর্তী সরকারের সময়ে (আগস্ট ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত) এই সংখ্যা দাঁড়িয়েছে ২৮১ জনে।

অধিকারের তথ্য অনুযায়ী, একই সময়ে ৬৮৭ নারী ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন, যার মধ্যে ১৮৮টি ঘটনা জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ঘটেছে।

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সময়কালে ১৫৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, যার মধ্যে ৪৫টি ঘটনা ২০২৫ সালের জুলাই-সেপ্টেম্বর সময়কালে ঘটেছে বলে প্রতিবেদনে জানানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন