সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে জাবিতে জাতীয় ছাত্রশক্তির মশাল মিছিল

জাবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ এএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে  জাতীয় ছাত্রশক্তির মশাল মিছিল
expand
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির মশাল মিছিল

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে সংগঠনটির নেতা কর্মীরা এ মশাল মিছিল শুরু করেন।

মিছিলটি বটতলা চত্বর থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের "অদম‍্য ২৪"এর পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় জাতীয় ছাত্রশক্তি, জাবি শাখার যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আয়ান বলেন,, “২০২৪ সালের গণঅভ্যুত্থানে সাধারণ ছাত্র-জনতার ওপর যে হত্যাকাণ্ড চালানো হয়েছিলো তার নির্দেষদাতা ছিলো তৎকালীন সরকার, স্বৈরশাসক ও গণহত্যাকারী শেখ হাসিনা।

হাসিনা যেখানেই থাকুক না কেনো, তাকে দেশে এনো সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা আশা করছি আগামীকাল আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনাল বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এমন একটি রায় দিবে। খুনি হাসিনা এদেশে যে গুম,খুন ও নারকীয় হত‍্যা চালিয়েছিল, বাংলাদেশে যে ত্রাসের সাম্রাজ‍্য কায়েম করেছিল তার সুষ্ঠু বিচারের একটি প্রতিফলন যাতে কালকে রায়ের মধ‍্যে আমরা দেখতে পারি।”

এসময় সমাবেশে সংহতি জানিয়ে আধিপত্যবাদ বিরোধী মঞ্চের আহবায়ক আনজুম শাহরিয়ার বলেন, "এদেশে এমন কোনো অপরাধ নেই যা খুনি হাসিনা ও তার দোসরেরা কায়েম করেনি। এদেশে মায়েরা, এদেশের ভাইয়েরা এদেশের বোনেরা তার কোনো বিচার পায়নি।

তার প্রতিবাদে আমরা ২৪ এ যে গণঅভ্যুত্থান করেছিলাম, দেড় বছর পর আগামীকাল খুনি হাসিনার সেই মামলার প্রত‍্যাশিত রায় হতে যাচ্ছে। আমরা বাংলাদেশ সংবিধান ও আন্তর্জাতিক অপরাধ ট‍্রাইবুনালের বিধান অনুযায়ী খুনি হাসিনার শাস্তির দাবি জানাচ্ছি। একইসাথে জুলাইয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীদের ওপর হামলার সাথে জড়িত ছিলো তাদের বিরুদ্ধেও আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা দায়ের করে বিচার নিশ্চিত করতে হবে।" সমাবেশে সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি শাখার সভাপতি (একাংশ) জাহিদুল ইসলাম ইমন বলেন, বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে চাওয়া, শেখ হাসিনা পালানোর দেড় বছর পর সেই খুনীর বিচার হতে চলেছে।

এটি অত্যন্ত আনন্দের যে অবশেষে খুনি হাসিনার বিচার হতে যাচ্ছে, কিন্তু একই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ৩ দিন যে নারকীয় হামলা চালানো হয়েছে, গণঅভুত্থানের প্রোডাক্ট দাবি করা আমাদের মাননীয় ভিসি স‍্যার ও জাবি প্রশাসন তার দৃশ‍্যমান কোনো বিচার আমাদেরকে এখনো দেখাতে পারেনি।

সমাপনী বক্তব্যে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার যুগ্ম সদস্য সচিব নাহিদ হাসান ইমন বলেন, “খুনি বিগত বছরগুলোতে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন‍্য এদেশে গুম, খুন ও ব‍্যাপক হত‍্যাযজ্ঞ চালিয়েছে। সে ভেবেছিল এ দেশটা তার বাবার। আমরা বলতে চাই এই দেশটা কারো বাবার না।

আমরা মনে করি প্রত‍্যেকটি ফিরাউনের জন‍্য একেকটি মুসা আসে। শেখ হাসিনার মতো ফিরাউনের জন‍্য ২৪ এর ছাত্র জনতাই ছিল সেই মুসা। কালকে শেখ হাসিনা যথোপযুক্ত বিচারের মাধ্যমে শেখ হাসিনা এদেশে যে বিচারবহির্ভূত, সংবিধানবহির্ভূত যেসব শাস্তির অনুষ্ঠান শুরু করেছিল সেখানে সংবিধান প্রয়োগ করে তাকে দেশে এনে তাকে বিচার করতে হবে এবং ২৪ এর গনঅভ্যুত্থানকে পুর্নতা দেওয়া হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন