শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১০:২১ এএম
বিক্ষোভরত শিক্ষার্থীরা
expand
বিক্ষোভরত শিক্ষার্থীরা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে গতকাল রাতে প্রশাসনিক ভবনে তালা ও উপাচার্যের বাসভবনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

‘শুক্রবার নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে ১০ তারিখের মধ্যে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে’ শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিমের এমন আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কমর্সূচি প্রত্যাহার ঘোষণা করেন শিক্ষার্থীরা।

জানা যায়, শাবিপ্রবির কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন সংক্রান্ত উপাচার্যের (ভিসি) সংবাদ সম্মেলন স্থগিত হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সন্ধ্যা থেকে আন্দোলনে নামেন।

সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে একদল শিক্ষার্থী রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে রাত ১০টার দিকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

রাত ১১টার দিকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন ও প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান শুক্রবার তফসিল ঘোষণার আশ্বাস দিলেও অবরোধ চালিয়ে যান শিক্ষার্থীরা।

পরে রাত ১টার দিকে ঘটনাস্থলে আসেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।

তারা শিক্ষার্থীদের বলেন, শুক্রবার দিনের মধ্যে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে আগামী ৯ বা ১০ তারিখে শাকসু নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারিত করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন