

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়ার হয়েছিল।
তবে সেটিকে গঠনতন্ত্রবহির্ভূত ও অবৈধ ঘোষণা করে আজ (বুধবার, ১২ নভেম্বর) ডাকসুর ২০২৫ সালের কমিটির দ্বিতীয় কার্যনির্বাহী সভায় সেই সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভা শেষে ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ডাকসুর গঠনতন্ত্রে আজীবন সদস্যপদ দেওয়ার কোনো বিধান নেই। সেই সময় নেওয়া সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ বেআইনি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে। তাই আজকের সভায় সেটি বাতিলের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।
সভাটি অনুষ্ঠিত হয় বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কনফারেন্স কক্ষে। এতে সভাপতিত্ব করেন উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। উপস্থিত ছিলেন ভিপি, জিএস, এজিএসসহ কমিটির অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৩ মার্চ ডাকসুর তৎকালীন প্রথম সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্য করার প্রস্তাব উত্থাপন করা হয়। সেই সময় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেলের নির্বাচিত ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন এ বিষয়ে আপত্তি জানান। পরবর্তীতে ৩০ মে দ্বিতীয় সভায় ছাত্রলীগ প্যানেলের ২৩ সদস্যের সম্মতিতে প্রস্তাবটি গৃহীত হয়।
সেই সময় নুরুল হক নুর বলেছিলেন, নির্বাচন নিয়েই যখন বিতর্ক রয়েছে, তখন এমন একটি ডাকসু কাউন্সিল থেকে কাউকে আজীবন সদস্য করা অনৈতিক। তবু ছাত্রলীগ তাদের ইচ্ছেমতো সব করতে পারে।
মন্তব্য করুন
