শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টেবিল চাপড়ে ঢাবি উপাচার্যকে ধমক দিলেন ছাত্রদল সভাপতি গণেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম
উপাচার্যকে উদ্দেশ্য করে কথা বললেন ঢাবি ছাত্রদল সভাপতি
expand
উপাচার্যকে উদ্দেশ্য করে কথা বললেন ঢাবি ছাত্রদল সভাপতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে প্রকাশ্যে ধমক দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এটি ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, বিএনপিপন্থী শিক্ষকদের উপস্থিতিতে ক্ষুব্ধ ভঙ্গিতে উপাচার্যের সঙ্গে কথা বলছেন গণেশ চন্দ্র। বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি কঠিন ভাষায় উপাচার্যকে সমালোচনা করেন। এসময় কয়েকজন শিক্ষার্থী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে গণেশ চন্দ্র বলেন, “আজ নারী শিক্ষার্থীরা বাইরে থেকে আসল, বাসগুলো কম আসল; আপনি বুঝেন না এটা ডাকসু নির্বাচন?” এরপর টেবিল চাপড়ে উপাচার্যকে ধমক দেন ছাত্রদল সভাপতি। পরে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তাকে নিবৃত করেন। অন্যদিকে উপাচার্য গণেশকে উদ্দেশ্য করে বলেন, “আপনি চুপচাপ বসে যান।”

ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক ও পদার্থবিজ্ঞান সাবেক অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, এবং বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক ড. মোরশেদ হাসান খানসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

এদিকে ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে শিক্ষার্থীদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে শিষ্টাচারবহির্ভূত ও নিন্দনীয় ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন