বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের অপসারণ করায় জাবি বিএনপিপন্থী শিক্ষকদের নিন্দা

জাবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামীপন্থী ছয়জন ডিনকে অপসারণের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কথিত আন্দোলনের চাপে ছয়জন ডিনকে অপসারণের সিদ্ধান্তে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করছে।

এই ঘটনা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে পরিকল্পিতভাবে শিক্ষক সমাজকে হেয় প্রতিপন্ন করা, প্রশাসনিক কাঠামোকে ভেঙে ফেলা এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনকে ধ্বংস করার এক বিপজ্জনক নজির। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে কেবল চাপের কাছে নতিস্বীকার করে ডিনদের অপসারণ চরম দায়িত্বহীনতা এবং প্রশাসনিক ব্যর্থতার বহিঃপ্রকাশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষক সমাজকে ভয় দেখিয়ে কিংবা বলপ্রয়োগের মাধ্যমে প্রশাসন চালানোর প্রবণতা বন্ধ না হলে তা উচ্চশিক্ষা ব্যবস্থাকে অনিবার্যভাবে ধ্বংসের দিকে ঠেলে দেবে।

আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে এ হঠকারী সিদ্ধান্ত বাতিল করে ন্যায়সঙ্গত প্রক্রিয়ায় অভিযোগ নিষ্পত্তির আহ্বান জানাচ্ছি।

একই সঙ্গে দেশের সচেতন শিক্ষক সমাজকে এ ধরনের স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X