মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে সাতক্ষীরা-২ আসনের এমপি প্রার্থীকে

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৫ পিএম
সাতক্ষীরা-২ আসনের এমপি প্রার্থী
expand
সাতক্ষীরা-২ আসনের এমপি প্রার্থী

সাতক্ষীরা-২ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও আসন্ন নির্বাচনে জাপার প্রার্থী মো. আশরাফুজ্জামান আশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে তাঁকে রাজধানী ঢাকায় নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা জেলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে তাঁকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

আশরাফুজ্জামান আশু জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক। আসন্ন সংসদ নির্বাচনে তিনি সাতক্ষীরা-২ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন জানান, সোমবার (২২ ডিসেম্বর) রাতে নিজ বাসায় তিনি আকস্মিক শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাঁকে শহরের সিবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. কাজী আরিফ জানান, আশরাফুজ্জামান আশু আগে থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। তাঁর ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। বর্তমানে তিনি জন্ডিস, কিডনিসহ একাধিক জটিলতায় আক্রান্ত এবং অনিয়ন্ত্রিত রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন। পরিবারের সম্মতিতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীতে রেফার করা হয়েছে।

সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি জানান, এর আগে আশরাফুজ্জামান আশু ডায়রিয়াতেও আক্রান্ত ছিলেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনায় রেখে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকায় পাঠানো হয়।

এদিকে তাঁর দ্রুত সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী ও সাতক্ষীরাবাসীর কাছে দোয়া চেয়েছে জাতীয় পার্টির জেলা নেতৃত্ব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X